মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়া জেলা কমিটির সাবেক সহ-সভাপতি, টিএসএসএস এর সহকারি পরিচালক কায়সার পারভেজ কল্লোলের মা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা, বদরুন নেসা (৭৫) গতকাল মঙ্গলবার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। তিনি বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার জামিল গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার মরহুম আবু হেনার স্ত্রী।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ মাগরিব সুলতানগঞ্জ পাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। – বগুড়া অফিস