বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, বাংলা বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক (১৬শ বিসিএস) মো: গোলাম কিবরিয়া নয়ন (৫৪) রবিবার রাতে বগুড়া শহরের মালতিনগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলেজ শিক্ষক পরিষদ। মরহুম এর জানাজা সোমবার বাদ জোহর মালতি নগর এমএস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী শহরদিঘী ‘দাওয়াতুল হক মাদরাসা’ কবরস্থানে দাফন করা হয়। – বগুড়া অফিস