নিজস্ব প্রতিবেদক : আমরা সবাই এসএসসি ১৬ ব্যাচের বন্ধু । বলা যায় সবাই একই বয়সের। আমাদের আছে ১৬০০ বন্ধু নিয়ে একটি ফেসবুক গ্রুপ। এই গ্রুপের উদ্যোগে কয়েকদিনের পরিকল্পনা শেষে অবশেষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা মিলিত হয়েছিলাম। দীর্ঘদিন পর দেখা বন্ধুদের। এক সাথে আড্ডা, গল্প, সেল্পী, গ্রুপ ছবি, একে অন্যের খোঁজ নেওয়া, গান, নাচ। এভাবে একটি দিন কাটিয়েছে এসএসসি ২০১৬ সালের মিরসরাই ব্যাচের শিক্ষার্থীরা। ব্যাচের তিন শতাধিক বন্ধুদের অংশগ্রহণে বুধবাার (১৬ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক জুড়ে ছিল আয়োজন।

সবার সম্মিলিত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মহামায়া লেক। এখানে ছিল না অভিভাবক এমনকি জুনিয়ররাও। ফলে আমরা নিজেদের মধ্যে আলাপচারিতায় বিকালটি চমৎকার উপভোগ করেছি। পরিচিতি সভা শেষে তোলা হয় গ্রুপ ছবি। ছবি তোলা শেষে উপজেরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বন্ধুরা গানের তালে নাচে মেতে উঠে।

বিষন্ন মনে ফেরা। সন্ধ্যার পরে অনুষ্ঠান মেষ হয়। তখন সবাই বিসন্ন মনে আপন আলয়ে ফিরছে। মনে হচ্ছিল,সবাই ভাবছে কেন শেষ হলো এই আয়োজন। এই আড্ডা ,বাধভাঙ্গা উচ্ছ্বাসে মাতোয়ারা। কিন্তু তা কি করে হয়? হবে, শেষ বিকালের ১৬ ব্যচের এই জমজমাট আড্ডাই শেষ কথা নয়। এটি ছিল আমাদের প্রথম মিটআপ। সামনে আরো অনেক ধরণের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা চাই মিরসরাই উপজেলা ১৬ ব্যাচের একটি শক্ত প্ল্যাটফর্ম গড়ে উঠুক। সমাজের সকল ভালো কাজে অবদান রাখবে আমাদের বন্ধুরা। এছাড়াও সমাজের অসহায় মানুষের মানুষের জন্য আমরা করবো অনেক সেবামূলক কাজ।