বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী নেই। কাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৯৮টি কেন্দ্রে একটানা ব্যালট পেপারে ভোট গ্রহন করা হবে।
নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ৮৮০ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৪৮জন ও মহিলা ভোটার ১লক্ষ ৩৫ হাজার ৮৪০জন। তবে ভোট দিতে কেন্দ্রে যেতে ভোটারদের আগ্রহ কম বলে ধারনা করা হচ্ছে । নির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছরিন আক্তার পুটি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (কলস), আওয়ামী লীগ নেত্রী ফিরোজা বেগম (ফুটবল) ও নাজনীন পারভীন (পদ্নফুল)।
এখানে বিএনপি দলীয় প্রার্থী দিলেও কোন্দলের কারনে নৌকার প্রার্থী দেয়া হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে দলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ । বুধবার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইন শৃংখলাবাহিনীর সদস্যরা কেন্দ্রে গেলেও ব্যালট পেপার ও ব্যালট বাক্স ভোট গ্রহনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে।
এদিকে নৌকার প্রার্থী না থাকা এবং আওয়ামী লীগের তিন নেত্রী প্রার্থী হওয়ায় বিএনপি প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছেন। বিএনপি নেতাকর্মীদের ধারনা, ভোট সুষ্ঠু হলে ধানের শীষের জয় নিশ্চিত।