শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের চক খানপুর গ্রামের বাঁশঝারের ভিতর থেকে রোববার দুপুরে শেরপুর থানা পুলিশ টুটুল মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার পাচগাছী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
জানা যায়, উপজলার চক কল্যাণী গ্রামের দুই জন নারী খড়ি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়াতে খানপুর ইউনিয়নের চক খানপুর গ্রামের এক বাঁশঝার এলাকায় যায়। তারা বাঁশঝার এলাকায় খড়ি কুড়াতে বাঁশঝারের ভিতরে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।
চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে আসে এবং থানায় খবর দিলে দুপুর আড়াই টার দিকে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ সময় তার পরনে ছিলো নীল গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট। গলায় গামছা দিয়ে পেচাঁনো ছিলো।
পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় উদঘাটন ও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।