আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি গাছ জোর করে কেটে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন সুঘাট ইউনিয়নের সেক্রেটারি আহসান হাবীবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমপাশ্বে এই গাছ কাটে।
জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম রব্বানী জানান, সারা দেশে ১৯৯০ সালে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে বিভিন্ন প্রজাতির ১০০টি করে গাছ রোপনের জন্য দেওয়া হয়। সেই সময়ের লাগানো গাছগুলো জোড়গাছা গ্রামের মৃত সিরাজ সেখের ছেলে আহসান হাবীব ক্ষমতার দাপট দেখে কাউকে তোয়াক্কা না করে গাছগুলো কেটে নেওয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নাজমা খাতুন জানান, স্কুল বন্ধ থাকায় স্কুলে কেউ না থাকার সুযোগে গাছগুলো কেটে নেওয়ার চেষ্টা করে। আমি উপবৃত্তির কাজে স্কুলে এসে দেখি গাছগুলো কাটা হচ্ছে। তখন বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি।
প্রতিষ্ঠানের সভাপতি আরিফুল ইসলাম জানান, আমাকে প্রধান শিক্ষক জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ায় আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। আহসান হাবীব ০১৭১৯ ১২৬৫৬.. নম্বরের মুঠোফোনে গাছটি নিজের বলে দাবী করেন। এবং ফলন কম হওয়ায় গাছগুলো কাটা হচ্ছে। শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ মীনা পারভীন জানান, বিষয়টি শুনেছি ব্যবস্থা নেয়া হবে।