খোলাবার্তা২৪ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ হার বাড়তে থাকায় চলমান শিথিল লকডাউনের মেয়াদ আরো দশদিন বাড়ানো হয়েছে৷ রোববার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷
নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধের মেয়াদ ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এ সময় সব ধরনের পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে৷ পাশপাশি বিবাহোত্তর সংবর্ধনা, পিকনিক, পার্টিসহ জনসমাগম হয় এমন সব ধরনের সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে৷
অবশ্য খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ খাবার বিক্রি ও সরবরাহ করতে পারবে৷ গণপরিবহন অর্ধেক আসনে যাত্রী পরিবহন করতে পারবে৷ তবে যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে৷
যেসব জেলা ‘উচ্চ ঝুঁকিতে’ আছে সেখানে সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন৷