আবুল কাশেম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে ৪ বছর বয়সী এক শিশু বাচ্চাকে ফেলে রেখে পালিয়ে গেছে এক পাগলী। গত রোববার পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডে এই মেয়েটিকে রেখে পালিয়ে যায় ওই পাগলী।
জানা গেছে, ওদিন আনুমানিক সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে নিমের মাজন বিক্রেতা খ্যাত মরহুম হযরত আলী বাদশার মেয়ে বুলবুলি খাতুনের কাছে মেয়েটিকে রেখে কৌশলে পালিয়ে যায়।
বুলবুলি খাতুনের বাড়ী বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলএসডি গোডাউনের পাশে শক্তিপুর মহল্লায়। মেয়েটি তার নাম বিউটি, পিতার নাম আরমান এবং বাড়ী ফুলবাড়ীয়ায় বলে জানায়। তার বয়স আনুমানিক ৪ বছর।
আশ্রয়দাত্রী বুলবুলি খাতুন আজ মঙ্গলবার জানায়, যে পাগলী মেয়েটিকে রেখে গেছে সে হিন্দিতে কথা বলতো। শাহজাদপুর থানা পুলিশের অনুমতিক্রমে মেয়েটি এখন বুলবুলি খাতুনের বাড়ীতেই আছে। মেয়েটি তার নাম বাবার নাম ছাড়া অন্য আর কিছু বলতে না পাড়ায় তার কোন সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি।