শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে গত দুইদিনে ৬শ’ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ঋষি ও বাগদী সম্প্রদায়ের হতদরিদ্র ৩ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

এ উপলক্ষে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, মনিরুল গনি চৌধুরী শুভ্র, শামসুল আলম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার প্রমুখ।

অন্যদিকে শনিবার সকালে শাহজাদপুরের শিক্ষা ও সমাজসেবাম‚লক সংগঠন আলোকবর্তিকা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এলাকার ৩শ’ দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ শীতবস্ত্র বিতরণ করেন আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা সুমনা আক্তার শিমু। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##