ছবি: ইন্টারনেট

খোলাবার্তা২৪ ডেস্ক : আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে তালিবানদের একটি রাজনৈতিক প্রতিনিধি দল বুধবার, পাকিস্তান সফর করেনI পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, এই সফর ছিল শান্তি প্রক্রিয়ায় শরিক আফগান দলগুলির সঙ্গে যোগাযোগ রাখার পাকিস্তানের পররাষ্ট্রনীতির একটি অংশI ওদিকে আফগানিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, আফগান সরকারের সঙ্গে তালিবানদের বলা-পরামর্শের পর এই সফর অনুষ্ঠিত হয়েছেI

তালিবান দলের নেতৃত্ব দিচ্ছেন তালিবান রাজনৈতিক দলের প্রধান, মুল্লাহ আব্দুল ঘানি বারাদর, যিনি বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, শাহ মাহমুদ কুরেশির সঙ্গে আলোচনায় মিলিত হনI পরে প্রতিনিধি দলের সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খানের সঙ্গে মিলিত হবার কথা রয়েছেI