শরীয়তপুর প্রতিনিধি : মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে শরীয়তপুর পৌরসভায় আওয়মী লীগ ও বিএনপির প্রার্থীসহ মেয়র পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বোরবার জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কাছে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এডভোকেট পারভেজ রহমান (জন), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত এডভোকেট লুৎফর রহমান ঢালী, জাতীয় পার্টির সাহিদ সরদার ও ইসলামী শাসনতন্ত আন্দোলনের মনোনীত তানভীর আহমেদ মনোনয়ন দাখিল করেছেন। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।