শেখ মোহাম্মদ আলী, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শরণখোলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শরণখোলা থানায় ৩১ বার তোপধনী করা হয়। বিভিন্ন সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা পাইলট হাইস্কুল, আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি এবং টি.টি এ্যান্ড ডি.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্যদিকে, উপজেলা বি.এন.পি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও উপজেলা কৃষকলীগ শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় মিছিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।