শেখ মোহাম্মদ আলী, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার বিকেলে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল উপজেলা সদর রায়েন্দা বাজারের সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পাঁচরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা এবং মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এম জামিল হোসাইন মজনু । প্রধান অতিথি তার বক্তব্যে জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধীচক্র আবার মাথাচাড়া দিয়ে উঠছে এদেরকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।