শেখ মোহাম্মদ আলী, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শরণখোলায় সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে বনরক্ষীরা পানিরঘাট (শরণখোলা) গ্রমের কুখ্যাত হরিণ শিকারীর বাড়ী থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে। কেউ গ্রেফতার হয়নি।
বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি ( কমিউনিটি পেট্রোল গ্রুপ) টীম লিডার তুহিন বয়াতী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সিপিজি সদস্যদের সহায়তায় শরণখোলা ফরেষ্ট স্টেশনের বনরক্ষীরা উপজেলার শরণখোলা ( পানিরঘাট) গ্রামের কুখ্যাত হরিণ শিকারী তানজের বয়াতীর বাড়ীতে অভিযান চালায়। বনরক্ষীরা তানজের এর ঘরের চালে রোদে শুঁকাতে দেয়া দুটি হরিণের চামড়া উদ্ধার করে শরণখোলা স্টেশনে নিয়ে যায়।
এ সময় তানজেরসহ পরিবারের লোকজন ঘর থেকে পালিয়ে যায়। এর আগে গত রোববার সন্ধ্যায় সুন্দরবনের কচিখালী এলাকার ডিমেরচর থেকে বনরক্ষীরা ১৫/১৬ কেজি হরিণের মাংস,হরিণধরা ফাঁদ ও ট্রলারসহ দুই হরিণ শিকারীকে আটক করে। আটক শিকারীরা হচ্ছে, বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের মোঃ ইদ্রিস (৪০), ও চরলাঠিমারা গ্রামের মোঃ নিজাম (৪৫)।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সুফল রায় বলেন, হরিণের চামড়া ও মাংস উদ্ধারের ঘটনায় পৃথক বন মামলা দায়ের করা হয়েছে এবং আটক হরিণ শিকারীদের সোমবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।