শেখ মোহাম্মদ আলী সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শরণখোলায় হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদার (৩০)কে ভারতের পুলিশ নয়াদিল্লী থেকে গ্রেপ্তার করেছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রায় ১৫ বছর পলাতক থাকার পর ইন্টারপোলের মাধ্যমে ২৬ ডিসেম্বর (শনিবার) তাকে গ্রেপ্তার করে নয়াদিল্লি পুলিশ। ফাঁসির দন্ডপ্রাপ্ত মাসুম শরণখোলা উপজেলার বাধাল গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, উপজেলার খোন্তকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের ছিদ্দিক তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম স্থানীয় নলবুনিয়া বাজারে মোবাইল ফোন ও ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করতেন।

২০০৫ সালের ৬ জুন রাতে ওই দোকান থেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে জবাই করে ও পুরুষাঙ্গ কেটে হত্যার পর পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রাখা হয়।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের বাবা সিদ্দিক তালুকদার বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পাঁচ আসামির মধ্যে মাসুম হাওলাদারকে ফাঁসির আদেশ এবং বাকী চারজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। জামিনে থাকা আসামী মাসুম রায় ঘোষনার আগেই ভারতে পালিয়ে যায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন,ভারতে ফাসির আসামী গ্রেফতারের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই তবে গণমাধ্যমে বিষয়টি জেনেছি।