আরফাত বিপ্লব, লোহাগাড়া (চট্টগ্রাম) : দীর্ঘদিন অধ্যক্ষবিহীন থাকার পর অবশেষে নতুন অধ্যক্ষ পেলো দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। গত ১ নভেম্বর প্রখ্যাত মুহাদ্দিস, লেখক ও গবেষক ডক্টও মুহাম্মদ আব্দুল কাদির নিজামীর হাতে দায়িত্ব হস্তান্তর করে ভারমুক্ত হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসা উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক উসমানী।
নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে জনাকীর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. ছাবের আহমদ, মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি আলহাজ্ব জুনায়েদ হাসান, সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান, মাস্টার মোহাম্মদ আলী, মাওলানা শাহাব উদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গতঃ মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির নিজামী ইতোপূর্বে গারাঙ্গিয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা ও পদুয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
২০২২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স প্রথম শ্রেণিতে প্রথম ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মেধার সাক্ষর রাখেন। নতুন দায়িত্ব পালনে তিনি মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষকমন্ডলি, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠন নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।