বাঘারপাড়া প্রতিনিধি : রোববার ৬ জুন যশোর লেবুতলা স্কুল বাজারের সন্নিকট মাঠে বজ্রপাতে একজন কৃষকের একটি গরু মারা গেছে।

জানা যায়, গরুটি লেবুতলা বারবাজার রোডের কাছে ফাঁকা মাঠে চরে বেড়াচ্ছিল।

বিকেলের বজ্রবৃষ্টির সময় এই দুর্ঘটনাটি ঘটে।

পরে লোকজন গরুটিকে মাঠের মাটিতে পুঁতে রাখে।