খোলাবার্তা২৪ ডেস্ক : আমিরাতে চলমান এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সুপার ফোরে খেলার সুযোগ পাবে টাইগাররা। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে গত দুইবারের এশিয়া কাপ ফাইনালিস্ট টিম টাইগারদের।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার মোকাবেলা বাংলাদেশ। ২০১৮ সালে এই ভেন্যুতেই এশিয়া কাপের মঞ্চে শ্রীলংকাকে নাস্তানাবুদ করেছিলো টাইগাররা। লংকানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। তবে সেটি ছিলো ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তারপরও ২০১৮ সালের ওই জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিবে।
একই আসরে এই ভেন্যুতে আরো ২টি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। দু’টিতেই ভারতের কাছে হারে তারা। এরমধ্যে ফাইনালও ছিলো। ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বাংলাদেশের।
তবে দুবাইয়ের এই ভেন্যুতে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ম্যাচটি ৮ উইকেটে হারে টাইগাররা।
প্রথম ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৭৪ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩৮ বল লাগে অস্ট্রেলিয়ার। তবে ওই লজ্জাজনক হারের স্মৃতিকে ভুলে আজ জ্বলে ওঠার প্রত্যাশায় বাংলাদেশ।
এবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।
এদিকে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পারেন নাসুম।
সে ক্ষেত্রে পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হতে পারে।
তবে প্রথম ম্যাচে উইকেটের দেখা পাওয়া পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হতে পারে। ব্যাটিং পারদর্শী এ অলরাউন্ডারকে আজকেও একাদশে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ : কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।