কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার বিষখালী নদীতে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন ও মৎস্য অফিসার আরিফ হোসেন যৌথ অভিযানে কয়েকশত মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি ইঞ্জিনচালিত কাঠের বোট, ১টি নৌকা ও অবৈধভাবে আহরণ করা ৫ কার্টুন বিভিন্ন প্রজাতির মাছের পোনা জব্দ করেন।
অভিযানে জব্দ করা জাল উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য কর্মকর্তার ও স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা দেন। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল থেকে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন বলেন, অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।