কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : জাটকা নিধনে নিষেধাজ্ঞা সফল করতে দ্বিতীয় ধাপের ৪ দিনে বিশেষ কম্বিং অপারেশন করেছে রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

সোমবার রাজাপুর উপজেলা প্রশাসন ও রাজাপুর মৎস্য অধিদপ্তর রাজাপুর উপজেলা বিষখালী নদী ও বিভিন্ন খালে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৩০০০ মিটার কারেণ্ট জাল ও ৬ টি চরঘেরা জাল আটক করা হয়। আটক জালগুলো বাদুরতলা লঞ্চঘাট এলাকায় নদীর কূলে জনসম্মূখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃ মোজাম্মেল হক, ও রাজাপুর থানা পুলিশ ফোর্স এর সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্যঅধিদপ্তর এর সহকর্মীবৃন্দ।

রাজাপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃ মোজাম্মেল হক জানান, মৎস্য সম্পদ ধংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে দ্বিতীয় ধাপের বিষেশ কম্বিং অপারেশনের ৪ দিনে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে এ অবৈধ জালগুলি আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, জাটকা নিধনে নিষেধাজ্ঞা সফল করার পাশাপাশি চিংড়ি পোনাসহ অন্যান্য সামুদ্রিক মাছের ডিম,রেনু ও পোনার উৎপাদন বৃদ্ধির জন্য বেহুন্দি জাল, মশারী জাল, চট জাল, পাই জাল, টং জাল অপসারণ করার নিমিত্তে চার ধাপে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে। গত বছরের ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে চলতি বছরের ৩০ জুন ২৩ পর্যন্ত। এ সময় জাটকা আহরণ, পরিবহন, মজুত, ক্রয-বিক্রয ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।