এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা করোনা শনাক্ত রুগি আব্দুল মালেক (৬৫) মারা গেছে।

আব্দুল মালেক রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার মৃত মোনছের আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে নয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ সিনিয়ার ব্রাদার মোঃ মামুন জানান, আব্দুল মালেকের করোনা শনাক্ত হওয়ার পর গতকাল শনিবার সকাল ১১টার সময় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়।

এরপর থেকে তিনি করোনা ইউনিটে ভর্তি ছিলেন। এক পর্যায়ে রবিবার সকাল সাড়ে নয়টার সময় তিনি হাসপাতালেই মারা যান।

উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে নিয়ম মেনে দাফন করার পরামর্শ প্রদান করা হয়েছে।