এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : বৃহষ্পতিবার রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পরেছে হারিয়ে যাওয়া প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার গোলা পানিতেই ঢাই মাছের আবাস। আগে পদ্মার ভরা যৌবনের সময় এই ঢাই মাছ প্রায়ই জালে ধরা পরত। স্রোত ও গভীরতার সাথে ঢাই মাছের প্রজন্ন ও বৃদ্ধি হয়।তাই সচরাচর ঢাই মাছ দেখা যায় না।
সুস্বাদু একটি মাছ ঢাই। কিন্তু সচরাচর এর দেখা মেলে না। এবং সহজে ধরা পড়ে না জালে। বুুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার পদ্মা নদীতে নুরাল হলদারের জালে ধরা পড়েছে এ ঢাই মাছ।
পড়ে ওই জেলে আজ বৃহস্পতিবার সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের অাড়তে বিক্রি করতে অানেন। এ সময় মাছটি ওজন দিয়ে দেখাযায় মাছটির ওজন ৭ কেজি ৫শ গ্রাম। সে সময় ডাকের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ২ হাজার ৮শ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই মাছ এখন অার সহজে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর একটি ঢাই মাছ দেখা গেল। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি ঢাকায় ৩ হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করেছেন।
জেলা মতস্য অফিসার জয়দেব পাল জানান,বিরল প্রজাতির ঢাই মাছ এখন আর দেখা যায় না। ভবিষ্যাতে পদ্মা থেকে ঢাই মাছ ধরে ডিম ফুটায়ে পোনা উতপাদন করা হবে। এজন্যে ঢাই মাছ না ধরার জন্য জেলেদের নিষেধ করেন।