এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদীতে উড়াকান্দি ঘাট হতে অন্তরমোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন ভঙ্গের কারণে ৩টি মামলায় ৬ জনের কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালিন অবৈধ কারেন্ট জাল, মইজাল, চায়না দুআরী জাল আটক করা হয় এবং আটককৃত ১ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বিভিন্ন প্রজাতির ১০-১২ কেজি মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, পদ্মায় এ রকম অবৈধ কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা ও ছোট মাছ প্রতিদিনই জেলরা ধরে। গোয়ালন্দ ও রাজবাড়ীর মৎস্য অফিসারগণ তা জানেন। গোয়ালন্দের একজন অফিসারতো প্রায়ই নদীতে আসেন। জেলেদের সাথে তার কথাও হয়। তবে। আজ কেন এ অভিযান?
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। সে সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামান, মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর একটি টিম।