এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : পঞ্চম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই ঘোড়ারগাড়ী চালকের যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদানের রায় দিয়েছে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত। আদালতের বিচারক শারমিন নিগার সোমবার এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের চর শিবরামপুর গ্রামের আফজাল মোল্লার ছেলে মিলন মোল্লা (২৬) ও একই ইউনিয়নের কান্তনগর গ্রামের আয়নাল প্রমাণিকের ছেলে রেজাউল প্রামানিক (২৭)। মিলনের স্ত্রী ও একটি শিশু ছেলে এবং রেজাউলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। এ ছাড়াও রেজাউল ইতোপূর্বে আরো দুইটি বিয়ে করে। মিলন ও রেজাউল উভয়ই ঘোড়ার গাড়ী চালক।

মামলার বাদী ওই ছাত্রীর বাবা জানান, গত ২০১৯ সালের ১ ফেব্রুয়ারী বিকালে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তার মেয়ে (১১) একটি মাঠে থাকা ভুট্টা ক্ষেতে ঘোড়ার জন্য ঘাস কাটতে যায়। ওই সময় মিলন ও রেজাউল তাকে জোরপূর্বক ওই ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এর পর ধর্ষকরা তার মেয়েকে ভয়ভীতি দেখায় এবং কাউকে কোন কিছু বলতে নিষেধ করে। মেয়েটি ভয়ে তা আর কাউকে জানায়নি। পরদিন সকালে মেয়েটি অসুস্থ হয়ে পরে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সে সময় আসামি রেজাউল প্রামানিককে গ্রেপ্তারও করে।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাডঃ উমা সেন জানান, মামলাটির দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত মিলন ও রেজাউলকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করে।