এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিঁয়াজে ওজনে কারচুপির অভিযোগে ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সারাদেশে ৪০ কেজিতে এক মন হলেও রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাটবাজারে এখনো ৪০ কেজি পিঁয়াজে এক মন ধরে কেনা হয় কিন্তু বিক্রি হয় ৪০ কেজিতে। মান্ধ্যাতা আমলের এ নিয়ম বদলাতে উপজেলা নির্বাহী অফিসার চলতি পিঁয়াজ মওসুমে এ অভিযান শুরু করেছেন।
রোববার দুপুরে উপজেলার জামালপুর বাজারের পিয়াজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা। তিনি ওজনে কারচুপির অভিযোগে আড়তদারসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পিয়াজের ওজনে কারচুপি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপরও নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে জামালপুর বাজারের পিয়াজ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আড়তদারসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।