এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রোবাবার রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে রাজবাড়ী জেলা প্রশসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমেরী হোসেন সভায় বিষয় ভিত্তিক তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহন ও তার কাযর্কারিতা জোরদার করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন খান, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
মতবিনিময় সভায় সরকারি কমর্কতা, জনপ্রতিনিধি, এনজিও কমী ও সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহন করেন।