এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে রাজবাড়ী রেল স্টেশনের অদূরে ২নং রেলগেটের কাছে খুলনা থেকে দৌলতদিয়া ঘাটগামী নকশীকাথা ট্রেনের নিচে কাটা পরে বিপ্লব দেবনাথ (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

সে রাজবাড়ী শহরের গোদার বাজার রোডের দুলাল দেবনাথর ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম এ দুঘটনার খবর নিশ্চিত করে জানান, বিপ্লব দুই নং রেলগেটের কাছে নকশীকাথা ট্রেনর আগ দিয়ে দ্রুত পার হবার সময় রেললাইনে পা আটকে গেলে ট্রেন তার ওপর দিয়ে চলে যায়। ফলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি আরো জানান, গত ২৮ মে রাজবাড়ী রেলষ্টেশনের অদূরে পশ্চিম আউটারের কাছে দপুরে একই ট্রেনে কাটা পরে এক কৃষকের মৃত্যু হয়।