এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : অবৈধ বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বাঁধা সৃষ্টির অভিযোগের রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মানিক তলা ব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সেই সাথে স্থানীয় আবুল গাজীর ছেলে সবুজ গাজীকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং পানি প্রবাহে যেন বাধা সৃষ্টি না হয় সে জন্য বাঁধ ভেঙে ফেলার নির্দেশ দেয়াও হয়েছে।
সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান জানিয়েছেন, চাষীরা মানিকতলা ব্রীজের নিচ দিয়ে পাট বিলের পানিতে জাগ দিয়ে থাকেন। আর বিলের মুক্ত পানিতে পাট জাগ দেয়ায় পাটের রং এবং পাটকাঠি আহরণ ফলপ্রসু হয়। অথচ অবৈধ ভাবে মাটি কেটে পাট জাগ দেয়ার পথ দেবার পথ বন্ধ করা হচ্ছিল। যে কারণে এই আদালত পরিচালনা করা হয়। এর ফলে পাট চাষীদের পূর্বের ন্যায় পাট জাগ দিতে বাঁধা থাকলো না।