মুহাম্মদ ইলিয়াস, রাঙামাটি : রাঙামাটিতে ধর্ষণ মামলায় আরও একজনের ১০ বছরের কারাদণ্ড হলো। তার নাম গোপাল কৃষ্ণ নাথ (৬০)। গতকাল মঙ্গল ও বুধবার দু’দিনে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অপর জনের ১০ বছরের সাজা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ বছর বয়সের শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং ৬৯/২০১৯ মূলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪) (খ) ধারার অপরাধে গোপাল কৃষ্ণ নাথকে দোষী সাব্যস্ত করা হয় এবং উক্ত অপরাধের দায়ে তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ০২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ৩ নং স্বনির্ভর ইউপি’র মৃত অন্নদা চরণ নাথ’র ছেলে।

বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে অপর ধর্ষণ মামলায় একজন প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। এরপূর্বে মঙ্গলবার দুপুরে অপর একটি ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তার নাম মোহাম্মদ আব্দুর রহিম (৪৬) । সে লংগদু করল্যাছড়ি আর.এম.উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক ছিলেন।

রাষ্ট্ৰ পক্ষের পিপি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী মোঃ কামাল হোসেন সুজন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা রায়ের বিরুদ্ধে আপীল করবো।