মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫টির মধ্যে ৮টি লিফটই বিকল। এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা।
সরজমিনে গিয়ে দেখা যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে ১৩টি ও নতুন ভবনে ২টি লিফট রয়েছে।
এর মধ্যে পুরাতন ভবনের ১৩টি লিফটের ৭টি ও নতুন ভবনের ২টি লিফটের ১ টি লিফট বিকল হয়ে আছে । যে ৭টি লিফট চলছে সেগুলোর অবস্থাও জরাজীর্ণ। চালু ৭টি লিফটের বেশিরভাগেরই নেই কল সুইচ ।
এতে করে বিভিন্ন ফ্লোরে লিফটের সামনে উঠা-নামার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগিদের । সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরী রোগিরা।
অনেক সময় উঠা-নামার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। এদিকে চালু লিফটের সংখ্যা কম থাকায় চালু লিফটগুলোর উপর চাপ পড়েছে ।
সবচেয়ে বেহাল দশা পুরাতন ভবনের ৪ নম্বর লিফটটির। বাহিরে কল সুইচ তো নেই , লিফটের ভিতরের সুইচগুলোও নেই। এতে করে অনেক সময় ভিতরে আটকা পড়ছেন অনেকে।
লিফটে আটকা পড়া দুখু মিয়া খোলাবার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি চারতলায় খোলা পেয়ে লিফটিতে উঠি, উঠার পরে লিফটির দরজা বন্ধ হয়ে যায় ।
আমি নিচে নামার জন্য সুইচ চাপ দিতে গেলে দেখি সবকটি সুইচ ভাঙ্গা । অনেকক্ষণ চেস্টা করার পরেও লিফটটি খুলছিলো না। এরপর একজন এসে বাহিরে কল সুইচটি চাপলে লিফটটি খোলে, আমি দ্রুত নেমে পড়ি।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের উপ-সহকারী প্রকৌশলী রিংকু খোলাবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি লিফট বিকল হওয়ায় বাকি ক’টির উপরে চাপ পড়েছে ।
বিকল লিফটগুলো সরিয়ে দ্রুত তিনটি নতুন লিফট স্থাপন করা হবে । চালু লিফগুলোও দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।