মিজানুর রহমমান মিজান, রংপুর অফিস : রংপুরের পীরগঞ্জে ৬৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার ৭ জুন দুপুরে বড়োবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি জানান, মাদক কারবারি হালিম মিয়া (৩২) লালমনিরহাট সদর এর কুলারঘাট ছড়ারপার এলাকা বাবু মিয়ার ছেলে।
দুপুরে পীরগঞ্জের বড়োবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় ৬৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ জব্দ করেন পুলিশ।
ওসি জানান আটককৃত ব্যক্তির বড় ধরনের চোরাকারবারি সে দীর্ঘদিন থেকে পীরগঞ্জ রুটে মাদক সরবরাহ করে আসছিলেন। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।