মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : রংপুরে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যসহ চুরি হওয়া ৬টি মটরসাইকেল উদ্ধার করেছে রংপুর মেট্রাপলিটন কোতয়ালী থানা পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
শনিবার ৫ জুন দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের ডিসি(ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, চারটি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা এই চক্রের সন্ধান পাই এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই মটরসাইকেলগুলো উদ্ধার করি। পরে আরো দুজনকে দুটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পরশুরাম থানার আলী আহমেদ’র ছেলে শুভ আহমেদ(২৭), ধাপ কটকীপাড়ার ইলিয়াছ হোসেনের ছেলে সাজ মিয়া (২৬) গংগাচড়া থানার বড়রুপাই এলাকার নাজির হোসেনের ছেলে রবিউল হাসান(২৭) গংগাচড়ার মৌভাষা মুন্সিটারী গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল বাতেন মিয়া (২৫) দিনাজপুরের ফুলবাড়ীর আঃ রহমানের ছেলে রবিউল ইসলাম(৩৫) সদর কোতয়ালীর আঃ জব্বারের ছেলে হাসান আলী তুহিন ২৫)।
ডিসি আরো বলেন, এ সংঘবদ্ধ চুরি অপরাধের সাথে সরাসরি জড়িত ০৬ জনকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
এ সময় সাংবাদিক সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবু মারুফ হোসেন বলেন, মটরসাইকেল চোর কে গ্রেফতার করায় একদিকে যেমন অপরাধীকে আইনের আওতায় আনা হলো, অন্যদিকে বাদীর মটরসাইকেলটি উদ্ধার হওয়ায় স্থানীয় জনসাধারণের নজরে এনে মামলার বাদীসহ জনসাধারণ পুলিশের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেছে। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে দ্রুতই আমরা এই চক্রের হোতাকে আটক করতে পাড়ব।