মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : রংপুরে ডাস্টবিনে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ২ জুন দুপুর দেড়টার দিকে নগরীর কেরামতিয়া জামে মসজিদের পাশের ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন খোলাবার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মসজিদের পাশের ডাস্টবিনে গোলাপি রঙের কাপড় মোড়ানো একটি শিশুকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার রেজাউল করিম খোলাবার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নবজাতক কন্যা শিশুটিকে হাসপাতালের ৩য় তলার ৯ নম্বর শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত রয়েছেন।