নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নেদারল্যান্ডস্ দূতাবাসের অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র ‘আস্থা’ প্রকল্পের মাধ্যমে বগুড়া জেলার সোনাতলা, সদর ও নন্দীগ্রাম উপজেলার ২৩টি ইউনিয়নে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারের লক্ষ্যে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।
উক্ত কাজের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মাধ্যমে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০” উদ্যাপনের আয়োজন করেছে।
উক্ত কাজের অংশ হিসেবে ৩ ডিসেম্বর ২০২০ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে বগুড়ার জেলার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চত্বরে গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের আয়োজনে অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের অংশগ্রহণে গণপরিবহণে যৌন হয়রানী প্রতিরোধে পরিবহন কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার উদ্দেশ্য ছিল গণপরিবহনে যৌন হয়রানী প্রতিরোধে ড্রাইভারদের সচেতন করা ও যৌন হয়রানী বন্ধে তাদের উদ্যোগী ও সোচ্চার করা।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলার ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো: রুহুল আমিন, নন্দীগ্রাম থানা নারী সহায়তা কেন্দ্রের ইনচার্জ ও সহকারী সাব ইন্সপেক্টর আঞ্জুমান আরা বেগম, সাব ইন্সপেক্টর, সুবোধ চন্দ্র রায় ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ’র জেলা প্রতিনিধি মাসুদা ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোখলেসুর রহমান পিন্টু, কেস ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, সোশ্যাল মোবিলাইজেশন অফিসার, আবু সাঈদ আব্দুর নুর তুহিন।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমসহ গণপরিবহনে যৌন হয়রানী বন্ধে পরিবহণ কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করেন গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেসুর রহমান পিন্টু। মাল্টি-সেক্টরের সেবা বিষয়ে আলোচনা করেন ইউএনএফপিএ’র জেলা প্রতিনিধি মাসুদা ইসলাম।
আলোচনা সভায় নন্দীগ্রাম উপজেলা মোট ২০ জন পরিবহণ কর্মী অংশগ্রহণ করেন। পরিবহণ কর্মীরা বলেন, তারা নিজেরা গণপরিবহনে যৌন হয়রানী বন্ধে সোচ্চার হবেন এবং প্রয়োজন হলে তারা আইন-শৃংঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন।