তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য বিএনপির অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব বশির আহমদ অসুস্থ হয়ে লন্ডনের ওয়াটফোর্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন এই রাজনৈতিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বের জন্য সকল মহলের কাছে তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।

আলহাজ্ব বশির আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত একজন প্রবীণ ব্যক্তিত্ব। তিনি ইউকে ও বাংলাদেশের যৌথ মিডিয়া হাউস ‘জানালা ব্রডকাস্টিং কর্পোরেশন জেবিসি গ্রুপের প্রকাশনা অনলাইন পোর্টাল জানালা-৭১ ডটকম ও জানালা-৭১ টিভির অন্যতম উপদেষ্টা।

বৃহত্তর সিলেটের দক্ষিণ সুনামগঞ্জের আমরিয়া চেয়ারম্যান বাড়ি নিবাসী নিরব দাতা ও দানশীল ব্যক্তিত্ব, দারুল হাদিস লতিফিয়া ট্রাস্ট ইউকের অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট ক্যাটারার্স ও শিক্ষানুরাগী হিসেবে তিনি সমধিক পরিচিত। সুনামগঞ্জের নিজ এলাকার রাস্তাঘাট পাকাকরণসহ শিক্ষা স্বাস্থ্য বিদ্যুতায়ন ও মানবিক উন্নয়নে তিনি নানা ভাবে যুগান্তকারী ভূমিকা পালন করে চলেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন নিরব দানশীল ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধাভাজন। নিজ গ্রামসহ আশপাশের গরীব দুস্ত লোকজনের মানবিক সহায়তায় তিনি সবসময়ই নিজেকে সম্পৃক্ত রাখেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বসবাসকারী আলহাজ্ব বশির আহমদ সকলের নিকট দোয়া চেয়েছেন। পারিবারিক সূত্রে জানায় অসুস্থ বশির আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তাঁর অসুস্থতার খববরে দক্ষিণ সুনামগঞ্জের নিজ একার জানাজানি হলে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তাঁর সুস্থ্যতার জন্য মোনাজাত করা হয়।