ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।
বুধবার ৯ জুন বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সদর উপজেলার রশিদপুর নামকস্থানে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নিহত বাবুল মিয়া (৪২) সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলা এবং রিপন মিয়া (৩০) নেত্রকোনা জেলার মোহনগঞ্জে উপজেলার বাসিন্দা।
আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
এদিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়ায় বাস, সিএনজিচালিত অটোরিকসা এবং গরুবোঝাই পিকআপ ভ্যানের ত্রিমুখি সংঘর্ষে আরো দুইজন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়।
মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সদর উপজেলার দাপুনিয়ার আমিনুল ইসলাম (৩৫) ও রিতা আক্তার (২১) মারা যায়।