এম. পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে বনগ্রাম ইউনিয়নে বহরবৌলা গ্রামে আশ্রায়ন প্রকল্পের ২০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের ঘর। সেনাবাহিনীর একটি টিম সরেজমিন কেন্দ্রটি পরিদর্শন করে।
বুধবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম এ আশ্রায়ন কেন্দ্রটির সরেজমিন পরিদর্শন করে জমির পরিমাপ করে। দ্রুতগতিতে ৪টি ব্যারাকে ২০টি ঘরের পাকা ভবন নির্মাণের এ কাজ শুরু হবে। সেনাবাহিনীর তত্বাবধানে হবে এ ঘর নির্মাণ বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস।
জানা গেছে, ২০১৮ সালে সরকারিভাবে বনগ্রাম ইউনিয়নে বহরবৌলা গ্রামে ৫০ শতক জমির ওপর এ আশ্রায়ন প্রকল্পটি গড়ে ওঠে। ওই সময় শুধু মাটি ভরাট দেওয়া হয়। পরবর্তীতে সেখানে হয়নি কোন গৃহ নির্মাণ। ৭টি পরিবার অস্থায়ী ভিত্তিতে বসবাস শুরু করে। ৩ বছর পরে অবশেষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যেমে ২০টি ভূমিহীন পরিবারের জন্য পাকা ভবন নির্মাণ হতে যাচ্ছে। আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা পাচ্ছেন তাদের মাথাগোঁজার ঠাই।
এ আশ্রায়ন বাসিন্দাদের নিয়ে ইতোপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন হয়েছে। অবশেষে তারা পাচ্ছেন তাদের স্বপ্নের ঠিকানা।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সরকারি খাস জমিতে ভূমিহীন ২০টি পরিবারের জন্য ৪টি ব্যারাকে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। কাজটি তত্বাবধায়নে থাকছে সেনাবাহিনী সদস্যরা। সহযোগীতায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন। এখানে বসবাস করবেন বনগ্রামের আশ্রায়নের ভূমিহীন পরিবারের সদস্যরা।