এম. পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ও গত সাত দিনে ২৫ জন আক্রান্ত হয়েছে।

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের কৃষক আব্দুল ওহাব শেখ(৬৫) শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ৫ সন্তনের বাবা কৃষক ওহাব শেখ গত বুধবার মোড়েলগঞ্জ হাসপাতালে পরীক্ষা করালে করোনা পজেটিভ পান।

এ ছাড়া একই দিন দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান আকন (৪৫)। তিনি গত ২৭ মে মোড়েলগঞ্জ হাসপাতালের পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছিলেন। অবস্থা খারাপ হওয়ায় পরে তাকে খুলনায় নেয়া হয়।

এদিকে একই দিন দুপুরে ধানসাগর গ্রামের ইমরুল হাসান সৈকত নামের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসায় তার বাড়িতে লকডাউন করা হয়েছে বলে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানিয়েছেন।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গত ১ সপ্তাহে ২৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। যার মধ্যে শনিবার ২ জন মারা গেছেন। গত এক সপ্তাহে এখানে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের পজেটিভ পাওয়া গেছে। সংক্রমনের হার হয়েছে শতকরা ৪৭ ভাগ। সর্বশেষ শনিবার ১৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের পজেটিভ মিলেছে।

করোনা সংক্রমন রোধে ইতোমধ্যে মোড়েলগঞ্জ পৌরসভা এলাকায় কড়া বিধি নিষেধ আরোপ করেছেন পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার। রোগীর সন্ধান পাওয়া বাড়িগুলো লকডাউন করেছেন। নিয়মিত মাইকিংও চলছে। পৌর শহরে জীবানুনাশক ওষুধ প্রয়োগ করে স্পে দেওয়া হচ্ছে সর্বত্র।