মেহেরপুর প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বৈঠক চলাকালীন সময়ে মেহেরপুর থেকে জামায়াতের নারী ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৭ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে শহরের শেখপাড়ার ওই ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত শিবির কর্মীরা হলেন- মেহেদী হাসান (২২), সাখাওয়াত হোসেন (২১), রাজু আহম্মেদ (২২), আবুল হাসান (২২), মাহাবুব (১৮), আবুল বাসার (২০), সৈয়দ জোবায়ের হাসান (১৫), সাইদুর ইসলাম (১৯), কামরুল ইসলাম নাহিদ (১৫), আল সাইব (১৬), ইকবাল হোসাইন (১৮), মোঃ আব্দুল্লাহ (১৮), আল হেলাল রোমান (১৪), আবু জাফর (১৬), হৃদয় (১৫), মাসুদ (১৫), খালিদ সাইফুল্লাহ (৪৮)। এদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর, কামদেবপুর, কোলা, চকশ্যামনগর গ্রামে এবং মেহেরপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, বিকেলে শহরের শেখপাড়ার শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বৈঠক থেকে ১৭ জন শিবির কর্মীকে আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে তারা বৈঠক করছিলো বলে জানান ওসি। আটকৃতদের অনেকেই ১৮ বছরের নিচে হওয়ায় বয়স বিবেচনা করে স্ব-স্ব আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।