ছবি: ইন্টারনেট
খোলাবার্তা২৪ ডেস্ক : গত মঙ্গলবার বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের ৬৪৪তম গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের পেলের রেকর্ড ভাঙ্গেন তিনি। পেলেকে টপকে নির্দিষ্ট এক ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি।
মেসির এই ৬৪৪টি গোল হজম করেছেন মোট ১৬০ জন গোলরক্ষক। গোল খাওয়া সেইসব গোলরক্ষকদের গোল হজমের কথা মনে করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নেয় বুডউইজার নামে আমেরিকান এক বিয়ার প্রস্তুতকারী কোম্পানি।
মেসির কাছে গোল খাওয়া সেই সকল গোলরক্ষককে বিয়ার পাঠিয়েছে বুডউইজার নামে বিয়ার প্রস্তুতকারী কোম্পানিটি।
নিজেদের অফিসিয়াল টুইটারে বিয়ারের বোতলের গায়ে মেসির ৬৪৪টি গোলের সংখ্যা লিখে তা আপলোডও করেছে বুডউইজার। আবার একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘এই খেলায়, গোল করা সহজ নয়। যার কারণে আমরা মেসির ৬৪৪টি গোলের সমান কাস্টমার বোতল বানিয়েছি। হ্যাঁ, ৬৪৪টি বিয়ারের বোতল। মেসি যেসব গোলরক্ষকের বিপক্ষে গোল করে এই অনন্য রেকর্ড গড়েছেন, সেই ১৬০ গোলরক্ষককে এই উপহার পাঠানো হয়েছে।’