মিরসরাই প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মৌলবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার সেলিম, মিরসরাই পৌরসভা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খায়ের হোসেন মিয়া, উপজেলা যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, আরমান হোসেন, শেখ আমির, জামশেদ আলম, শামীম, ওসমান গনি সহ নেতৃবৃন্দ।