মিরসরাই প্রতিনিধি : মিরসরাই পৌরসভায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এ সময় ৯৫,৫০,২৯৩.৫২ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা শফিউল আলম সড়ক আর.সি.সি দ্বারা উন্নয়ন, ৪৬,১৬,৫৬৮.৯১ টাকা ব্যয়ে মুকিম ভূঞা সড়ক উন্নয়ন, ৮৫,৪৪,৮৬৪.১৪ টাকা ব্যয়ে বশির উল্ল্যা মুন্সী সড়ক উন্নয়ন, ১,১০,৩৩,০৪৯.১৪ টাকা ব্যয়ে বকসি জমাদার সড়ক উন্নয়ন, ১,৩২,৩৫৮.৪৩.৩৫ টাকা ব্যয়ে রাম মন্ডল সড়ক(কালা মিয়ার দোকান হইতে মাও: আব্দুল লতিফ সড়ক পর্যন্ত) উন্নয়ন, ৪,৩৩,১৮,৫৫২.১৪ টাকা ব্যয়ে চাঁদপুর গোভনীয়া সড়ক উন্নয়ন, ৫১,১৩,৮১৬.৬৩ টাকা ব্যয়ে মিরসরাই পৌর সম্প্রসারিত ভবন, ৫,৫৪,০৫,৯৫৫.৬০ টাকা ব্যয়ে মিরসরাই পৌর কিচেন মার্কেট নির্মান, ৫১,১৪,০১৬.০০ টাকা ব্যয়ে হাজী রুহুল আমিন সড়ক আর.সি.সি দ্বারা উন্নয়ন, ৯০,৪৫,৮৫৬.৯৯ টাকা ব্যয়ে মিরসরাই পৌর এলাকায় ৫টি পাবলিক টয়লেট, ১৫টি কমিউনিটি ল্যাট্রিন ও ১৪টি কমিউনাল বিন নির্মাণ করা হয়। সর্বমোট ষোল কোটি উনপঞ্চাশ লক্ষ আটাত্তর হাজার আটশত ষোল টাকা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মন্দির সব জায়গায় উন্নয়ন করে। বিএনপি সরকারি জায়গা দখল করে, লুটপাট করে। তারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে উপজেলাতে অফিস করেছিলো। মেয়র মো. গিয়াস উদ্দিনের পরিষদ সে অবৈধ ভবন ভেঙ্গে পৌরসভার দখলে নিয়ে এসেছে। যার সুবিধা পৌরবাসী ভোগ করছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আনোয়ার সুজন, প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু, কাউন্সিলর নুর উন নবী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল আবছার সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ।