নিজস্ব প্রতিবেদক : মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন। কমিটির ১৮ সদস্যের ১৪ জন গত ১২ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার ( ২৫ ডিসেম্বর) ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ পদের বিপরিতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন করা হয়। ভোট গণনা শেষে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন, আশিষ কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক পদে লুৎফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে সালাউদ্দিন রুমন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন গ্রামীণ ব্যাংকের করেরহাট শাখা ব্যবস্থাপক মশিউর রহমান। নির্বাচন সমন্বয়কের দায়িত্বে ছিলেন করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চন্দ্র মল্লিক।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন কোষাধ্যক্ষ মোঃ গোলাম মর্তুজা, প্রচার সম্পাদক: মোহাম্মদ সরোয়ার উদ্দিন, অফিস সম্পাদক মোহাম্মদ মনজুরুল কাদের মিরাজ, ক্রীড়া সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক বাবু রাজিব কৃষ্ণ দে, সামাজিক সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম, কার্যকরী সদস্য- আব্দুল্লাহ আল মামুন, শাফায়াত হোসেন রাসেল, রিপন কুমার দাস ও তানভীর হোসেন।