মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিচ ইয়াবাসহ মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। সে কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম মরিচা এলাকার রবিজ আহমেদের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান পিপিএমের তত্বাবধানে ও পরিদর্শক (অপারেশন) দিনেশ চন্দ্র দাস গুপ্তের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাটে অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে মিরসরাই থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়াও অপর একটি অভিযানে রহমতাবাদ এলাকা থেকে সিআর পরোয়ানাভূক্ত আসামী মো. সরফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।