মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক মহিলা (২২) নিহত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাত ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের মিঠাছরা গাংচিল পেট্রোল পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, রাত সাড়ে ৯টার সময় মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছে। রাতের অন্ধকারে গাড়িটি দ্রæত চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।