মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে এলডিডিপি প্রকল্পের আওতায় গবাদিপশুর কৃমি মুক্তকরণ ও এনটিপি ফেজ-২ এর আওতায় ১৪ জন সিআইজি সদস্যদের মাঝে উন্নত জাতের ব্রিডার মুরগী, মুরগী ঘর, খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামে এলডিডিপি প্রকল্পের আওতায় কৃমিমুক্তকরণ ঔষধ ও এনএটিপি ফেজ-২ এর আওতায় ১৪ জন মুরগী পালন সিআইজি সদস্যদের মাঝে মুরগী, মুরগী ঘর, খাদ্য, একটি সাইনবোর্ড ও ব্রিফিং ভাতা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের আওতায় গবাদিপশুর কৃমি মুক্তকরণ ওষুধ বিতরণ করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ রেয়াজুল হক সহ মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।