মিরসরাই প্রতিনিধি : মিরসরাই প্রেস ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলমের পিতা আবু তাহের ভূঁইয়া আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাধারণ সদস্য মাসুদ ফেরদৌস কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাহিত্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, সাধারণ সদস্য সাফায়েত মেহেদী। মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মনজুরুল ইসলাম।

মিলাদ মাহফিল শেষে ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়।