মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে বন ছেড়ে আবারো লোকালয়ে অজগর সাপ। উপজেলার করেরহাটের দক্ষিণ অলিনগর আবাসন এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ অলিনগর শাহাপুর বায়তুল আশরাফ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে মিলনের বসতঘর থেকে ৬ ফুট লম্বা এবং আনুমানিক ১০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, শনিবার মিলনের স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে প্যাচানো অবস্থায় অজগর সাপ দেখে আঁতকে ওঠেন। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে অজগর সাপ দেখে সবাই ঘর থেকে বের হয়ে সাপ টিকে ঘর থেকে বের করার চেষ্টা করে টিনের বেড়ায় আঘাত করলে সাপটা ঘর থেকে বের হয়ে আসলে ইসমাইল, সোহেল, রাকিব, রাসেল এর সহযোগিতায় মাছ ধরার জাঁকি জাল দিয়ে সাপটি আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে করেরহাট বিট-কাম চেক ষ্টেশন কর্মকর্তা ময়েন উদ্দিন বলেন, সাপটি উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসা হয়েছে। পরে রবিবার স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সাপটি বনে অবমুক্ত করা হয়।