মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামাল উদ্দীন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প’র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলো।
উক্ত সংবাদের বৃহম্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সময় র্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প-এর একটি আভিযানিক দল জোরারগঞ্জ থানাধীন বারইয়ার হাট পৌরসভাস্থ ভাই ভাই রেষ্টুরেন্ট এর সামনে একটি চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনাকালে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উক্ত ট্রাকটিকে উল্লেখিত স্থানে থামিয়ে ট্রাকচালককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মোঃ কামাল উদ্দীন রাঙ্গামাটি জেলা সদরের ভেদভেদী পাড়ার আলী বকসের ছেলে। পরে গাড়িটি তল্লাশী করে তার নিকট হইতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার দেখানো হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তরর করা হয়েছে।