মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে রাফিয়াত ইসলাম আয়ান নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮ জুন সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

শিশু আয়ান উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব ভগবতীপুর গ্রামের রুস্তম আলী ভূঁইয়া বাড়ির রফিকুল ইসলাম শিপনের দ্বিতীয় পুত্র।

ব্যাংক কর্মকর্তা ও আয়ানের ফুফা মোঃ জাফর উল্লাহ বলেন, মঙ্গলবার সকালে সকলের অগোচরে শিশু আয়ান বাড়ি থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন।

এ সময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আয়ানকে দাফন করা হয়েছে।